খবর৭১ঃ গাজা উপত্যকায় যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আজ শুক্রবার এ হুমকি দেন।
নেতানিয়াহু বলেন, গাজা উপদ্বীপে হামাসের বিরুদ্ধে যেকোনও সময় যুদ্ধ শুরু হতে পারে। এমনকি ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের নির্বাচনের আগেই এ যুদ্ধ শুরু হতে পারে বলে হুমকি দেন তিনি।
তিনি আরও বলেন, গাজায় আগ্রাসন যেকোনও সময় শুরু হতে পারে এমনকি নির্বাচনের চারদিন আগেও এ যুদ্ধ শুরু হতে পারে। নির্বাচনের তারিখ এ আগ্রাসন চালানোর ক্ষেত্রে কোনও বাধা হয়ে দাঁড়াবে না বলে উল্লেখ করেন তিনি। ইহুদিবাদী ইসরাইলে চলতি মাসের ১৭ তারিখে আগাম নির্বাচন হওয়ার কথা রয়েছে।