জবি ক্যাম্পাসে রাতে প্রবেশে নিষেধাজ্ঞা

0
543
জবি ক্যাম্পাসে রাতে প্রবেশে নিষেধাজ্ঞা

খবর৭১ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে তাই নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে উপস্থিত না থাকার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রোক্টর তদারকি করবেন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here