সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

0
507
সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়েরবিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। “বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাক্ষরতা দিবসের ওপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আজমল হোসেন এবং নারী ভাইস্ চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহজাহান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মো. রুহুল আমিন প্রধান, মোছা. মুসারাত জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিমানবন্দর সড়ক, ডাক বাংলো সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here