সৈয়দপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলার মামলায় আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

0
615
সৈয়দপুরে মুক্তিযোদ্ধার ওপর হামলার মামলায় আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের ওপর হামলার মামলায় আসামীদের গ্রেফতার দাবিতে শনিবার সৈয়দপুর শহরে মুক্তিযোদ্ধা ও অন্যান্য সংগঠনের মানববন্ধন। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের ওপর হামলা ও হত্যা চেষ্টার মামলায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে আজ (শনিবার)। মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের আয়োজনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষকবৃন্দ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা, মুক্তিযোদ্ধা রেলওয়ে থানা কমান্ড ও সন্তান কমান্ড, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি সৈয়দপুর উপজেলা শাখা এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুলের ব্যানারে মানববন্ধনে অংশ নেন তারা। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক ও মো. ইউনুছ আলী, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ম. আ. শামীম, মুক্তিযোদ্ধা রেলওয়ে থানা কমান্ডার মো. মোজাম্মেল হক, প্রজন্ম ’৭১ এর সদস্য সাংবাদিক এম আর আলম ঝন্টু ও হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমানের ওপর হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের বেশ কয়েকদিন অতিবাহিত হলেও সৈয়দপুর থানা পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তার করতে পারেনি আজ পর্যন্ত। তারা বলেন আসামীরা

প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছেনা পুলিশ। এ মামলার আসামীরা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বক্তারা মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে আত্মহুতির মতো কঠোর কর্মসূচি দেয়া,হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এরপর ভোট গণনার শেষ পর্যায়ে পরাজয় নিশ্চিত জেনে সভাপতি পদপ্রার্থী ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর নির্দেশে তার প্রতিদ্বন্দি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের ওপর অতর্কিত হামলার চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এতে তিনি ও তাঁর এক নাতি স্বপন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামী করে গত ২ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ও তাঁর দুই ছেলেকে আসামী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here