জাকির নায়েককে ফেরত দিতে মোদীর প্রস্তাব, সম্মতি মালয়েশিয়ার

0
1042

খবর৭১ঃ বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এ বিষয়ে সম্মতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির।

বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তকে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে জাকির নায়েককে নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিজয় গোখাল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মাহাথির ও মোদীর বৈঠকে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সায় পাওয়া গেছে।’

জাকির নায়েককে কিভাবে ফেরত আনা হবে সে বিষয়ে পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘কত দ্রুত আইনের মাধ্যমে জাকির নায়েককে ফেরত আনা যায় সে বিষয়ে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করবেন।’প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে।

এদিকে জাকির নায়েক নিজেদের দেশের সম্প্রীতির জন্য হুমকি বলে সম্বোধন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ইতোমধ্যেই দেশটির সব প্রদেশে তার ধর্মীয় বক্তব্য প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here