সৈয়দপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0
1005
সৈয়দপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মিজানুর রহমান মিলন সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুরে ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০১৯ শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এতে স্বাগত বক্তব্য বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আজিজুল ইসলাম বসুনিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অন্যান্য শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

গতকাল গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বালক ও বালিকা দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ক্রীড়া প্রতিযোগিতার অন্যান্য ইভেন্টগুলোর মধ্যে রয়েছে হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার। আগামী ১১ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here