খবর৭১ঃ সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলাম (৪০) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তার কাছে থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। রবিবার বিকালে র্যাব-১১ সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার হওয়া দ্বীন ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব জানায়, গোপনে খবর পেয়ে শনিবার দিবাগত রাতে র্যাব-১১ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, দ্বীন ইসলাম স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। তিনি ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে (আনসারুল্লাহ বাংলা টিম) যোগ দেয়। তিন ওই সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করতেন। তিনি মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।