খবর৭১ঃ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমেই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ, কে, এম ফজলুল হক সিদ্দিক। বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা রুকুনুজ্জামান শাহীন, রোকনুজ্জামান স্বপন, মামুনুর রশীদ ও ইদ্রিস আলী বিদ্যূৎ প্রমুখ। পরে কুলখানি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।