ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পশু সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ডেইরি মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ডেইলি খামার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা ডেইলি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ সভাপতি আবুল কালাম আজাদ, শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম, সাংগঠনিক সম্পাদক বাশারুল ইসলাম সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বিশ্বাস কোষাধক্ষ্য হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন, জেলা ডেইলি খামার মালিক সমিতির সদস্য আনোয়ার হোসেন বাবু, সামিউল ইসলাম, আশাদুল ইসলাম, নাসরিন আক্তার ও সাহানারা খাতুন।সভায় বক্তারা জেলার প্রাণিসম্পদ কার্যালয়ের শূণ্যপদগুলো পুরণসহ গো-খাদ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে দাবি জানান।