খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তর বঙ্গের চা-শিল্পকে টিকে রাখতে বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সমম্লেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসকলাবে গ্রীন ফিল্ড টি ইনন্ডাষ্ট্রিজ লিমিটেড এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। গ্রীন ফিল্ড টি ইনন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন ইন্দোনেশিয়ার টি বিষয়ক কনসালটেণ্ট মোশারফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় বক্তারা চা শিলপকে টিকে রাখতে হলে চা চাষী এবং কোমপানির যৌথ সমন্বয়ে কাজ করার আহবান জানান।