‘সাহো’-র ঝুলিতে প্রথম দিনে কত এল জানেন?

0
759
‘সাহো’-র ঝুলিতে প্রথম দিনে কত এল জানেন?

খবর৭১ঃ

প্রত্যাশা ছিল অনেক নেটিজেনদের ধারণা ছিলবাহুবলী’- পর স্পেশ্যাল এফেক্টস, অ্যাকশন, লোকেশন সব দিক দিয়েই চোখ ধাঁধিয়ে দেবে ৩৫০ কোটি টাকা বাজেটেরসাহো প্রচারও হয়েছিল জোরদার কিন্তু শুক্রবার মুক্তি পাওয়ার পরেই সমালোচনার মুখে পড়ে ওই বিগ বাজেট ছবি তা সত্ত্বেও প্রথমদিন বক্স অফিসে সাহো ভাঁড়ার বেশ পরিপূর্ণ প্রথম দিনের পর ওই ছবির বক্স অফিসে রোজগার ২৪ কোটি টাকা

বিভিন্ন সূত্র বলছে, মোট আয় ২৪ কোটির খানিকটা বেশি হত। কিন্তু উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে সিনেমার প্রিন্ট দেরিতে পৌঁছয়। তাই আয়ও খানিক কমে যায়। তবে মুম্বই, গুজরাতে ভাল আয় হয়েছেসাহো’-র। তা সত্ত্বেওবাহুবলি’- প্রথমদিনের রেকর্ড ভাঙতে পারেনি ওই অ্যাকশন থ্রিলার। হিন্দিতে ডাবিং হওয়া দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের তালিকায় সাহো স্থান রয়েছে দুনম্বরে। এর আগেথালাইভারজনীকান্ত অভিনীত . এর স্থান ছিল ওই জায়গায়। কিন্তু তা ছাপিয়ে গিয়ে সেই জায়গা দখল করেছেসাহো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here