সৈয়দপুরে বিনোদন পার্ক পাতাকুঁড়িতে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

0
480
সৈয়দপুরে বিনোদন পার্ক পাতাকুঁড়িতে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকায় অবস্থিত বিনোদন পার্ক পাতাকুঁড়িতে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করেন কয়াগোলাহাট এলাকাবাসী। বেলা ১১ টায় শুরু হওয়া মানববন্ধন চলাকালে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য বলেন সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, ওই এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক, সাবেক ছাত্রলীগ নেতা মোতালেব হোসেন হক, মো. আরিফ হোসেন ও শেখ সোহাগ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, কয়াগোলাহাট এলাকায় সৈয়দপুর শহরের বাসিন্দা আলহাজ্ব মো. জয়নাল আবেদীন সরকার অবৈধভাবে সরকারি খাস জমি দখলে নিয়ে গড়ে তোলেন বিনোদন পার্ক পাতাকুঁড়ি। আর পার্ক স্থাপনের পর থেকে সেখানে চলছে অসামাজিক কার্যকলাপ ।
এতে করে এলাকার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। ফলে অসামাজিক কার্যকলাপের জন্য এলাকার নারী-পুরুষের স্বাভাবিকভাবে চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। তাই বক্তারা এলাকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অবিলম্বে পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানান। অন্যথায় পার্ক বন্ধের দাবিতে তারা আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী পার্ক বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগানে লেখা ফেস্টুন, পোস্টার ও ব্যানার বহন করেন। এতে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here