কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর, আহত ১০

0
1210
হামলা

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সুরমা নদীর তীরবর্তী কোম্পানীগঞ্জের ইছাকলস ইউপি চেয়ারম্যান হাজী কুটি মিয়োর বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। হামলায় নারীসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত আলী হোসেন(৩৫)কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইছাকলস গ্রামের চেয়ারম্যানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাকলস ফেরীঘাট সংলগ্ন বাজারে হাজী অলি মিয়ার পুত্র মঈনূল ইসলামের একটি দোকান কোটা ভাড়া দেয় একই গ্রামের রুশন মিয়ার পুত্র আজিজুর রহমানর কাছে। গত ২২ আগষ্ট দুপুরে দোকান ভাড়ার টাকা নিয়ে মঈনুল ইসলামের সাথে আজিজুর রহমান ও তার ভাই সামছুল ইসলামের বাক বিতন্ডাও হাতা-হাতির ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় লোকজন তাৎক্ষনিক মিটমাট করে দেন। সন্ধ্যায় খেয়া ঘাটে মঈনূল ইসলামের ভাই আব্দুল বাছিতকে প্রতিপক্ষরা মারধোর করলে উভয় পক্ষ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আজিজুর রহমান, সায়াদ মিয়াসহ কয়েক জন আহত হয়। বিষয়টি নিয়ে সামছুল ইসলাম পক্ষ চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হয়। শনিবার সকালে আজিজুর রহমান পক্ষের আলী হোসেনকে মারপিট করলে উভয় পক্ষ আবারো আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সামছুল ইসলাম পক্ষ চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিপক্ষরা এখানেও হামলা চালায়। হামলাকারীরা বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে বসত ঘরের দরজা-জানালা ও একটি টিন সেডের ঘর ভাংচুর করে। প্রায় দেড় ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে হামলাকারীরা সড়ক সংলগ্ন চেয়ারম্যান আলহাজ্ব কুটি মিয়ার ডিজেলের দোকান থেকে ডিজেলসহ ৪টি ড্রাম লুট করে নিয়ে যায় বলে চেয়ারম্যান জানিয়েছেন। হামলায় আহত শরীফুল ইসলাম আব্দুস সোবহান, মুহিবুর রহমান, হাফিজ জামাল মিয়া, ,দুলন মিয়া, সামছুল ইসলাম, সেলিনা বেগম, সফর আলী, হাম্মাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। ইউপি চেয়ারম্যান কুটি মিয়া জানান, চেয়ারম্যান হিসেবে একটি পক্ষ তার কাছে বিচার প্রার্থী হয়েছিল বলে প্রতিপক্ষরা তার বাড়িতে বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলাকারীদের ভয়ে তিনি বাড়তে আসতে পারছিলেন না। পরে স্থানীয় লোকজন তাকে নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে থানার এসআই আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here