সালমানের ‘দাবাং থ্রি’ আসছে চার ভাষায়

0
1545
সালমানের ‘দাবাং থ্রি’ আসছে চার ভাষায়

খবর৭১ঃ

বর্তমানে ভারতের রাজস্থানে ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রামে শুটিংয়ের ছবিও শেয়ার করেছেন ‘ভাইজান’। চলতি বছর ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। শুধু হিন্দি নয়, একসঙ্গে চারটি ভাষায় এটি মুক্তি পাবে।

‘দাবাং থ্রি’ পরিচালনা করছেন প্রভুদেবা। তিনি ইনস্টাগ্রামে সালমানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জানান, অ্যাকশন সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। এটি হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড়া ভাষায় দর্শক দেখতে পাবেন।

সালমানের ‘দাবাং থ্রি’ আসছে চার ভাষায়

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’। অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২। নতুন পর্ব পরিচালনা করছেন প্রভুদেবা।

‘দাবাং থ্রি’র পর সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমার কাজ শুরু করবেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here