ছাতকে দুদু মিয়ার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

0
1040
ছাতকে দুদু মিয়ার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দুদু মিয়া হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে এলাকাবাসীর এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া এলাকায় এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে ও স্থানীয় আশরাফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন, ইলিয়াছ আলী মেম্বার, স্থানীয় আলাউদ্দিন, ফজল করিম, নিহতের ভাই মাসুক মিয়া, আবু বক্কর, হাফিজ রফিক মিয়া, আফতাব মিয়া, নিহতের কন্যা লুবনা বেগম প্রমুখ। বক্তারা দুদু মিয়ার খুনীদের অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে এলাকার আমরু মিয়া, ইলিয়াস আলী, লৎফুর রহমান, সাহাব উদ্দিন, খালেদ আহমদ, জুয়েল মিয়া, জিনু মিয়া, হাজী সমজিদ আলী, লিটন মিয়া, কামিল আহমদ, নাজিম উদ্দিন, মঈন উদ্দিন, বদরুল আলম, হাসান আহমদ, আব্দুল মালেক, কবির আহমদ, মাওলানা মানিক মিয়া, ফারুক আহমদ, নূরুল আমিন, আমিনুল হক, আরব আলী, নূরুল হক, আমিন উদ্দিনসহ মোহনপুর, তেরাপুর, হাসনাবাদ, লম্বাহাটি, করছখালী, নৌকাকান্দি, রাজাপুর, কাজীহাটা-নোয়াগাঁও, মাঞ্জিহারা-আলমপুর গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
গত ১৪ আগষ্ট বুধবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালচাষরত অবস্থায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র দুদু মিয়া। এসময় থানা পুলিশ সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোজাহিদ আলী(৪৮)কে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পুত্র খালেদ মিয়া বাদী হয়ে গ্রামের ১৭ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-১১) দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here