বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ পল্টন থানায় আটক

0
600
বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ পল্টন থানায় আটক

খবর৭১ঃ

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নাফির আল মামুন (৩৫) নামের এক ব্যক্তিকে একশপিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ আটককৃত নাফির আল মামুনের বাবা শাহাদত হোসেন বরগুনা পৌরসভার মেয়র শুক্রবার দুপুরে তাকে আটক করার সময় তার আরও তিন সহযোগীকে আটক করে পুলিশ

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘দুপুরে গুলিস্তান এলাকা থেকে চার যুবককে একশ’ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর হোসেন। আটককৃতদের মধ্যে একজনের বাবা বরগুনা পৌরসভার মেয়র। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। ‘

পল্টন থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুরে গুলিস্তান এলাকায় টহল ডিউটির সময় এক যুবককে সন্দেহ করে তিনি তল্লাশি করেন। এ সময় আরও তিন যুবক এসে ওই যুবককে তল্লাশি থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ওই যুবকের প্যান্টের পকেট থেকে পলিথিনের একটি ছোট প্যাকেট উদ্ধার হয়। প্যাকেটের মধ্যে গোলাপী রঙের একশ’ পিস ট্যাবলেট রয়েছে। আটককৃত যুবকরা জানিয়েছে সেগুলো ইয়াবা। এরপরই তাদেরকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here