বিলম্বে যেতে না চাইলে টিকিট ফেরতঃ রেলপথ সচিব মোফাজ্জল হোসেন

0
827
বিলম্বে যেতে না চাইলে টিকিট ফেরত
কমলাপুরে ট্রেনের জন্য অপেক্ষা। ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ

বৃহস্পতিবার রাত থেকে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা মানুষের ঢল নেমেছে বাসস্টেশন, রেলস্টেশন নৌপথে শুক্রবার থেকে ভোগান্তি শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করেছে আজ শনিবার দুপুর পর্যন্ত ১০ থেকে ১২ ঘণ্টা বিলম্বে ছাড়ছে ট্রেন এই অবস্থায় টিকিট ফেরত দেয়ার সুযোগের কথা জানালেন রেলপথ সচিব মোফাজ্জল হোসেন

রেলপথ সচিব সাংবাদিকদের জানান, যারা বিলম্বিত ট্রেনে যেতে চাচ্ছেন না, তাদের টিকিট ফেরত নেয়া হবে। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, তবে এখন পর্যন্ত কেউ টিকিট ফেরত দেয়নি।

ট্রেনের এই সিডিউল বিপর্যয় শুরু হয় মূলত গতকাল শুক্রবার দুপুর থেকে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় সাড়ে তিন ঘণ্টা। রেল কর্তৃপক্ষ বলছে, ওই দুর্ঘটনা সূচি বিপর্যয়ের অন্যতম কারণ। বঙ্গবন্ধু সেতু পার হয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে যেসব ট্রেন যায়, তার সবগুলোই কম বেশি বিলম্বিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here