খবর৭১ঃ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাটু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢামেকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।লাটু মিয়া নোয়াখালী জেলার মাইজদি থানার মতিপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
লাটু মিয়ার নাতজামাতা মোহাম্মদ আলী জানান, গত শনিবার থেকে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। পরে ঢাকায় মহাখালীতে চিকিৎসা শেষে মাইজদি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রসাশন) ডা. মো. নাছির উদ্দিন লাটু মিয়ার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা তার লাশ নিয়ে যান।