খবর৭১ঃ
মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া নামকস্থানে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের পশ্চিম হাটি আফরোজ মিয়ার পুত্র মোটরসাইকেল আরোহী শাকিল আহমেদ (২০) ও বানিয়াচঙ্গের পুরানবাগ মহল্লার আব্দুল জাব্বারের পুত্র সিএনজিযাত্রী মুখলিছ মিয়া (৪০)।আহত মোটরসাইকেল চালক প্রান্ত আহমেদ (২০) ও আরমান মিয়াকে (২০)আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা বানিয়াচং যাচ্ছিল। আতুকুড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিযাত্রী মুখলিছ মিয়াকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় শাকিল আহমেদ (২০), প্রান্ত আহমেদ (২০) ও আরমান মিয়াকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১ টার দিকে শাকিল মারা যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের এলাকার কয়েকশ’মানুষ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জড়ো হলে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তাই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।