বৈরী আবহাওয়া; শিমুলিয়া-কাঁঠালবাড়িতে লঞ্চ চলাচল বন্ধ

0
487
শিমুলিয়া-কাঁঠালবাড়িতে লঞ্চ চলাচল বন্ধ
ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ

বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচলও। এতে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক গাড়ি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই এনায়েতপুরী ও শাহপরান নামে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি দিয়ে এ নৌরুটে যান ও যাত্রী পারাপার চলছে।

বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) এ কে এম শাহজাহান জানান, গতকাল রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ, বাতাস আর বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে বর্তমানে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে।

বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here