খবর৭১ঃ
রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রিহানা নামের তিন বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবারে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুরে আসে। রংপুর মেডিকেল তিন ধরে তার চিকিৎসা চলছিল।