সৈয়দপুরে নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

0
491
সৈয়দপুরে নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে গোসল করতে গিয়ে খড়খড়িয়া নদীতে ডুবে জান্নাতি আক্তার কেয়া (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর চান্দিয়া ব্রীজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়,উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী জুম্মাপাড়ার বাসিন্দা মো. কোরবান আলী মেয়ে জান্নাতি আক্তার কেয়া স্কুল থেকে বাড়িতে আসে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি এক সহপাঠিকে সঙ্গে করে বাড়ির পাশের খড়খড়িয়া নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। এ সময় তাঁর সহপাঠি তাকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে নদীতে নেমে স্কুল ছাত্রী কেয়াকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়িয়া নদীর চান্দিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে স্কুল ছাত্রী জান্নাতি আক্তার কেয়ার মরদেহ উদ্ধার করেন। মৃত জান্নাতি আক্তার কেয়া বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহমুুদুল হাসান খড়খড়িয়া নদী থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের সত্যতা নিাশ্চত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here