এমবাপে জাদুতে পিএসজির শিরোপা জয়

0
921

খবর৭১ঃ ফরাসি সুপার কাপে রেনেকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে পিএসজি। সুসংগঠিত দল না খেলিয়েও জয় দিয়েই মৌসুম শুরু করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন দলটির কোচ থমাস টুখেল।

গেল মৌসুমে ফরাসি লিগ জয় করলেও ফ্রেঞ্চ কাপের ফাইনালে এই রেনের বিপক্ষেই হেরেছিল পিএসজি। তাই শনিবার বিকালে চীনের মাটিতে এই ম্যাচে হয়তো প্রতিশোধের কথাও খেলে যাচ্ছিল পিএসজি খেলোয়াড়দের মগজে। কিন্তু প্রতিশোধ তোলা তো দূর অস্ত, ম্যাচের শুরুতেই পিছিয়েই পড়ে পিএসজি।

আদ্রিয়েন হুনুর করা গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ফরাসি চ্যাম্পিয়নরা ম্যাচে ফেরে দ্বিতীয়ার্ধে। ৫৩তম মিনিটে এক মুহূর্তের ঝলকে পিএসজিকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ৭৩ মিনিটে দারুণ ফ্রি কিকে দলের জয় নিশ্চিত করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here