ঈদ উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৯ দিন আমদানি-রফতানি বন্ধ

0
712
ঈদ উল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৯ দিন আমদানি-রফতানি বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দর । ছবিঃ সংগৃহীত।

খবর৭১ঃ

মোঃ দবিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর  বাংলাবান্ধায় মুসলামনাদের ধর্মীয় উৎসব  ঈদুল আজহার উপলক্ষে ৯দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে এক চিঠির মাধ্যমে ৯দিন আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা। তবে বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। জানা যায়, আগামী ৮ আগস্ট পর্যন্ত ভারত, নেপাল, ভুটানের সঙ্গে আমদানি-রফতানি চালু থাকবে। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আগামী ৯ আগস্ট থেকে মোট ৯ দিন ছুটি ঘোষণা করা হয়। পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, ‘ আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট ৯ দিন বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ১৯ আগস্ট  (সোমবার) থেকে এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here