ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

0
601
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
পুকুরে ডুবে যাওয়া স্কুল ছাত্রের উদ্ধার তৎপরতা। ছবিঃ সোহেল পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

সোহেল পারভেজ, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শুভ(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুভ ঠাকুরগাঁও সদর উপজেলার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও নিশ্চিন্তপুর মহল্লার মধু বিক্রেতা দুলাল আলীর ছেলে। শনিবার দুপুর ১টা ১০মিনিটে শুভ ও তার সহপাঠীরা সদর উপজেলার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে শুভকে তাঁর সহপাঠীরা দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। পরে সেই সংবাদ পেয়ে ঘটনা স্থলে শুভর বাবা-মা স্বজন ও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ,ফায়ারসার্ভিস উপস্থিত হন। তখন স্থানীদের সাথে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিস। দীর্ঘ এক ঘন্টা খোঁজা-খোঁজির পর ঐ পুকুর থেকে শুভকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শুভর পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান (পিপিএম) সেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here