ঠাকুরগাঁওয়ে শিশু একাডেমির রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন

0
801

ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৮তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম জয়ন্তী উদযাপন করেছে জেলা শিশু একাডেমি ঠাকুরগাঁও।

বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকেলে ঠাকুরগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলীর সভাপতিত্বে ও হাজেরা তানজীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্-আল-মামুন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

আলোচনা সভায় অতিথিরা সংক্ষিপ্তাকারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মজীবিনী ও বাংলা সাহিত্যে তাঁদের অবদানের কথা শিশুদের সামনে তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেষে জেলা শিশু পরিবার, পিটিআই(পরীক্ষণ বিদ্যালয়) ও শিশু একাডেমির শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here