সৈয়দপুরে ৪১জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

0
811
সৈয়দপুরে ৪১জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ
সৈয়দপুরে বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত যাওয়া আসার সুবিধার্থে সৈয়দপুরে ৪১ জন ছাত্রীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে ওই বাইসাইকেল বিতরণ করা হয়। বুধবার দুপুরে
উপজেলা পরিষদ চত্বরে পাঁচটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে ওই বাইসাইকেল হস্তান্তর করা হয়। বাই সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এ এফ এম রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষিক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুরে ৪১জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ
সৈয়দপুরে বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি।

শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ছাত্রীদের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here