ডেঙ্গুতে আজ সারা দেশে ৬ জনের মৃত্যু

0
606

খবর৭১ঃ রাজধানীসহ সারা দেশে আজ (মঙ্গলবার) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-সচিব নুরুল আমিন নাহিদের স্ত্রী ফারজানা (৪২), পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৫) এবং রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশ দুলাল হোসেনের স্ত্রী রূপা আক্তার জনি (২৫)।

এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নাসির খানের ছেলে আসলাম খান (২৪), পিরোজপুরের কাউখালী উপজেলার ঘোষণতারা গ্রামের মো. আদম আলীর ছেলে মো. সোহেল (১৮) ও বরিশাল গৌরনদীর আলেয়া বেগম।

জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার ঢামেকে ভর্তি হন ফারজানা। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ফারজানা হোসেনের মামাত ভাই কবির হাওলাদার জানান, ফারজানা হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারাবাগে প্যানপ্যাসিফিক হাসপাতালে ভর্তি ছিলেন ৬ দিন।

সেখান থেকে সোমবার রাতে আইসিইউর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে চিকিৎসাধীন সোমবার দিবাগত রাত দেড়টায় মারা যান তিনি।

জানা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া লিটন হাওলাদার পেশায় প্রাইভেটকারচালক ছিলেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢামেকের ৬০১ ওয়ার্ডে চিকিৎসাধীন লিটন হাওলাদার মারা যান। গত ২৭ জুলাই তিনি ঢামেকে ভর্তি হন।

লিটনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢামেকের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. মো. ওয়াহিদুজ্জামান ভুইয়া।

মঙ্গলবার ঢাকার শ্যামলিস্থ ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপিটালে রূপা আক্তার জনির (২৫) মৃত্যু হয়।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার ভোররাতে মারা যান তারা।

শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এসএম বাকীর হোসেন বলেন, মৃত দু’জনই ঢাকায় ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন। দু’জনই শেষমুহূর্তে মেডিকেলে ভর্তি হন।

এ ছাড়া বরিশাল গৌরনদীতে ডেঙ্গুজ্বরে আলেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয় বলে নিশ্চত করেছেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মীর্জা মাহাবুব।

এদিকে সরকারি রিপোর্টে বলছে, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭৪ জনসহ দেশের ৬১ জেলায় নতুন ১ হাজার ৩৩৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪ হাজার ৪০৮ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here