সমতায় ফেরার ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

0
533

খবর৭১ঃ শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারীরা। স্বাভাবিকভাবেই সমতায় ফিরতে মরিয়া তারা। এ লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

কোনো সিরিজের প্রথমটি হারলে পরের ম্যাচে একাদশে পরিবর্তন আসাটা স্বাভাবিক। তবে এ ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন আসছে না! অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন তেমন ইঙ্গিতই দিয়েছেন।

ফলে যথারীতি ওপেন করবেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তিন নম্বরে নামবেন মোহাম্মদ মিঠুন। প্রিয় পজিশন চার ও পাঁচে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাব্বির রহমান ছয়ে নেমে ফিনিশিং টাচ দেবেন। সাতে বাকিটা সারবেন মোসাদ্দেক হোসেন। আটে থাকছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমানের সঙ্গী হচ্ছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here