খবর৭১ঃ দলে সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে ক্রিকেটারের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন কোচ। খেলোয়াড়েরকাছ থেকে ঘুষ নেয়ার অপরাধে এক সহকারী কোচকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছেদিল্লি পুলিশের অপরাধদমন শাখা।
ভারতীয় জনপ্রিয় দৈনিক আজকালের প্রতিবেদন অনুসারে, দিল্লি রনজি দলে সুযোগ করে দেয়ার নাম করে একাধিক ক্রিকেটারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন ওই সহকারী কোচ। টাকা দিয়েও কিন্তু রনজি দলে সুযোগ হয়নি ভুক্তভোগী ক্রিকেটারদের।
প্রতারিত হওয়া ক্রিকেটাররা ঘটনাটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানায়। ভারতীয় ক্রিকেট বোর্ড তদন্তের ভারদেয় দিল্লি পুলিশকে। অবশেষে বৃহস্পতিবার সেই কোচকে গ্রেপ্তার করা হয়।
জানা যায় দিল্লির অনূর্ধ্ব-১৬ ওঅনূর্ধ্ব-১৯ দলে সুযোগ দেয়ার নাম করে একাধিক তরুণ ক্রিকেটারের কাছ থেকে মোটা অঙ্কেরটাকা নিয়েছেনওই কোচ। তরুণ ক্রিকেটারদের দাবি, কয়েকটি জায়গায় নিয়ে গিয়ে শুধু দুই একটি ম্যাচ খেলানো হয়েছে তাদের।
গত ৫ মার্চ ওই সহকারী কোচের নামে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানায় বিসিসিআই।