ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাস জুড়ে আতঙ্ক

0
1004
ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাস জুড়ে আতঙ্ক
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উখিংনু রাখাইন নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার বেলা চারটার দিকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি।

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার মারা যায় ওই শিক্ষার্থী। তার পরিবারে পক্ষ থেকে জানা যায়।
উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।
পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
তার খালাতো বোন মালা রাখাই বলেন, আমার খালাতো বোন বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। সুস্থ না হওয়ায় বাড়িতে ফিরে আসেন। আজ তার শরীরের অবস্থা খারাপ হলে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।