ঢাকা থেকে হারিয়ে যাওয়া শিশু মুরাদনগর থেকে উদ্ধার

0
591
ঢাকা থেকে হারিয়ে যাওয়া শিশু মুরাদনগর থেকে উদ্ধার

খবর৭১ঃ

মোঃ রাসেল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ কেরানিগঞ্জ থেকে হারিয়ে যাওয়া শিশু মুরাদনগর থেকে উদ্ধার। জানা যায়, ১৯শে জুলাই শুক্রবার সকালে ঢাকা সদরঘাট থেকে ভুলক্রমে নিউ মিশু নামে এক লঞ্চে রামচন্দ্রপুর বাজারে চলে আসে শিশু ইশান(৯) নামে একটি ছেলে। উপজেলার রামচন্দ্রপুর বাজারের জায়েদ আলী মার্কেটের সামনে ঘুরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হয়। তার নাম বলতে পারলেও ঠিকানা এবং কিভাবে এ জায়গায় এলেন তা বলতে না পারাতে এ বাজারের শিপন মিয়া নামে এক বিকাশ ব্যবসায়ী তাকে বাড়িতে নিয়ে যায়। পরে বাঙ্গরা বাজার থানায় বিষয়টি জানানো হয়, বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে এসআই জীবন রায় চৌধুরী সম্ভাব্য এলাকার থানা গুলোতে খবর নেন কিন্তু তাতে কোন হাদিস মেলেনি। শনিবার বিকালে মুরাদনগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার অভিষেক দাশ খবর পেয়ে শিশুটিকে দেখতে যান। তখন শিশুটি অসুস্থ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরে উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করেন। এবং রবিবার সকালে দেবিদ্বার সরকারী শিশু পরিবারে শিশুটিকে হস্তান্তর করেন। সাংবাদিক হাফেজ নজরুল বলেন, আমি ঘটনাটি শুনে শিশুটির সাথে যোগাযোগ করি সে আমাকে জানায়, তার নাম মোঃ ইশান(৯), পিতা ফরহাদ আকন, মা জেসমিন আক্তার, তার বাড়ী পুরান ঢাকার কৈবত্যপাড়া সিরাজ ডাক্তারের ৩ নং বাড়ী। তার বাবা দর্জি কাজ করে, তারা ২ ভাই ২ বোন, বড় বোন জান্নাত, ভাই হোসাইন, ছোট বোন খাদিজা। শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সেবা হেল্প লাইন ৯৯৯এ কল দিয়ে শিশুটির বিষয়ে অবহিত করি কবুতর পাড়া নামক স্থানের কথা বললে ৯৯৯ থেকে আমাকে দক্ষিণ কেরানিগঞ্জ থানার ডিউটি অফিসারের সাথে কথা বলান। পরে জানতে পারি কেরানীগঞ্জ থানার এসআই বাসির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ও কেরানিগঞ্জের সাংবাদিক আশিক নুরের সহযোগীতায় সোমাবার দুপুরে শিশুটির মায়ের খোঁজ পায়। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম এবং মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের মাধ্যমে শিশুটির মা জেসমিন আক্তারের নিকট হস্তান্তর করা হয়। ছেলেকে খোঁজে পেয়ে জেসমিন আক্তার আবেগ আপ্লুত হয়ে পরেন। শিশুটি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা সমাজ সেবা অফিসার কবির আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here