খবর৭১ঃ রাজধানীর মগবাজার চৌরাস্তায় একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।
আহত শাওন জানান, সন্ধ্যায় তারা দুজন মগবাজার চৌরাস্তায় তাদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় দোকানের ভেতরে বিস্ফোরণে তারা দুজন দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদেরকে বার্ন ইউনিটে নিয়ে আসে।
ঢামেক বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুইজনেরই মুখমণ্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪শতাংশ ও সুজনের ১১শতাংশ দগ্ধ হয়েছে।