লন্ডনে চোখের অপারেশন করালেন প্রধানমন্ত্রী

0
505
লন্ডনে চোখের অপারেশন করালেন প্রধানমন্ত্রী

খবর৭১ঃ লন্ডনের একটি হাসপাতালে চোখের অপারেশন করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে রয়েছেন তিনি। খবর বাসস’র।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে বাসসকে জানান, সোমবার দুপুরে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখের অপারেশন করা হয়। অপারেশনের পর তিনি ভালো আছেন বলেও জানান করিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে কয়েকটি জরুরি ফাইল চূড়ান্ত করেছেন শেখ হাসিনা। লন্ডনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ই-ফাইলও নিষ্পত্তি করেছেন।

এহসানুল বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

শেখ হাসিনা ১৯ জুলাই কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে লন্ডনে যান। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here