ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের মৃত্যু

0
423
ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সিভিল সার্জনের মৃত্যু
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। ছবি: সংগৃহীত।

খবর৭১ঃ

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. হাজরার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন তিনি।

রোববার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয়সভায় অংশ নেন। এ সময় অসুস্থবোধ করলে ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা সেখান থেকে চলে আসেন।

এর পর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here