ঈদের আগে ও পরে ছয়দিন ফেরিতে ট্রাক-কাভার্ড ভ্যান পারাপার বন্ধ

0
542
ঈদের আগে ও পরে ছয়দিন ফেরিতে ট্রাক-কাভার্ড ভ্যান পারাপার বন্ধ

খবর৭১ঃ কুরবানির ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মোট ছয়দিন ফেরিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্য কোনো ট্রাক কাভার্ড ভ্যান পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিনদিন রাতে মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগের ও পরের পাঁচদিন দিনের বেলায় বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কোরবানির পশু আনতে নৌপথে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশি নজর দিতে হবে। এবারের ঈদুল আজহায় সকলে মিলে ঈদযাত্রাকে আরও নিরাপদ রাখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here