তাহিরপুরে রাব্বানী ও রুহানির মাতার প্রথম মৃত্যু বাষির্কী পালিত

0
1159
তাহিরপুরে রাব্বানী ও রুহানির মাতার প্রথম মৃত্যু বাষির্কী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহকারী পুলিশ সুপার গোলাম রুহানির মাতার প্রথম মৃত্যু বাষির্কী পালিত হয়েছে। এউপলক্ষ্যে শুক্রবার(১৯জুলাই)উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জুম্মার নামাজে পর দলীয় কার্য্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এর পর শতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মবিনূর মিয়া, মোনায়ম শরীফ, রোমান আহমেদ তুষা, আহমাদুল হাসান, মনিরাজ শার্হ, আবিকুল, বাঁধন, আসমাউল, পলক, তপ দেবনাথ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here