বান্দরবানে রুমায় স্থানীয় উদ্যোগে রুমা-বান্দরবান সড়ক সংস্কারের অভিযান

0
615
বান্দরবানে রুমায় স্থানীয় উদ্যোগে রুমা-বান্দরবান সড়ক সংস্কারের অভিযান

মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রুমা উপজেলার গত ৭রা জুলাই হতে টানা বৃষ্টিপাতের ফলে আজও পর্যন্ত যানবাহন চলাচলের বন্ধ থাকার,আজ ১৯জুলাই (শুক্রবার) সকাল ১১টার দিকে রুমা বাজার স্থানীয় উদ্যোগের রুমা হতে বান্দরবান সড়ক সংস্কারের অভিযান চালানো হয়েছে। এ সংস্কারে অংশ নেন,গাড়ি চালক, ব্যবসায়ীগণ ও সাধারণ জনগণ।

গত ১১জুলাই প্রবল বৃষ্টিপাত হওয়ার নদী, খাল-বিল ও ঝিড়ি-ঝর্ণা অতিরিক্ত পানি বাড়ানো ফলে রাস্তাঘাট ও পাহাড় ধ্বসে বান্দরবান-রুমা-থানচি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে,এমন কি বান্দরবানে বিভিন্ন উপজেলার পযার্টন স্থানগুলোতে সাময়িকভাবে চলাচলের বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক,দাউদুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ভারী প্রবল বৃষ্টিপাতে কারনের রুমা উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে পাহাড়ের বসবাসকৃতদের রুমা বাজার আসতে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়েছে। কৃষি ও জুমে বিভিন্ন খাদ্য চাষাবাদ নষ্ট হওয়ার বাজারে বিভিন্ন শাক্সবজি,সামুদ্রিক মাছ,যাবতীয় জিনিসপত্র বিক্রেতাদের দাম বাড়ানো ফলে ক্রেতারা অর্থনৈতিকভাবে সমস্যা সম্মুখীন হয়েছে। তাই সকলের সহযোগিতায় দ্রুত রাস্তা সংস্কার চালানো রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here