শুভশ্রী দেখা যাবে স্কুল পড়ুয়ার চরিত্রে

0
578

খবর৭১ঃ বিয়ের এক বছর পর আবার অভিনয়ে ফিরেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গত বছরের মার্চে পরিচালক রাজ চক্রবর্তীকে তিনি বিয়ে করেন। কথা ছিল, স্বামী রাজের হাত ধরে কামব্যাক করবেন নায়িকা। এক বছর চুটিয়ে সংসার করে শেষমেশ কথা রেখেছেন নায়িকা। তিনি ফিরেছেন অন্যরকম লুকে, অন্যরকম চরিত্রে।

টলিউড সূত্রে খবর, খুব শিগগির মুক্তি পাবে রাজের পরিচালনায় শুভশ্রী অভিনীত ‘পরিণীতা’। সেখানে এক স্কুল পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। যিনি কিনা প্রেমে পড়বেন পাড়াতুতো দাদা ঋত্বিক চক্রবর্তীর। পরিণীতায় শুভশ্রীর নায়ক হিসেবে তিনিই রয়েছেন। কিন্তু হঠাৎই মারা যান ঋত্বিক। তার মৃত্যু থেকে যায় রহস্য।

পরিণীতায় প্রেমের গল্পেরই জাল বুনেছেন পরিচালক রাজ চক্রবর্তী। এখানে স্কুল পড়ুয়ার রূপে যেমন মানিয়েছে শুভশ্রীকে, তেমনই পরিণীতা হিসেবেও তিনি অসামান্য। শুভশ্রী ও ঋত্বিকের জুটিও পর্দায় এই প্রথম। কদিন আগে মুক্তি পায় ছবি ট্রেলার। সেটির প্রশংসা করেছেন টলিউডের গুণীজনরা। এখন অপেক্ষা গোটা ছবির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here