সুইডেনে বিমান বিধ্বস্তঃ ৯ আরোহীর মৃত্যু

0
512

খনর৭১ঃ সুইডেনের উত্তরাঞ্চলীয় উমেয়া শহরের পার্শ্ববর্তী দ্বীপের কাছে একটি বিমান নদীতে বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি আচমকা একটি বিকট শব্দ শুনতে পাই। দেখতে দেখতে বিমানটি মুখ নিচের দিকে করে নদীতে পড়ে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট সেই শব্দ হয়।’

তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্তের কারণ জানাতে পারেননি পুলিশের এই মুখপাত্র। তবে তিনি জানান, বিমানটি স্কাইডাইভিং- এর কাজে ব্যবহার হতো।

সুইডেনের সংবাদমাধ্যম ডাইগেনস নেহেটারের এক সাংবাদিক বলেন, ‘আমি একটি বিকট শব্দ শুনতে পাই। এটা কোনো সাধারণ শব্দের মত ছিল না। আমি দেখতে পেলাম বিমানটি মুখ নিচের দিকে করে নদীতে পড়ে যায়।’

স্থানীয় গণমাধ্যমকে একজন কিশোর বলেন, ‘আমার বাড়ি উমেয়া বিমানবন্দরের পাশেই অবস্থিত। আমি তখন দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দটি শুনতে পাই। তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।’

সুইডিশ বিমান কর্তৃপক্ষের দাবি, বিমানটি স্থানীয় সময় আনুমানিক দুপুর ২টা ১২ মিনিটে স্টোরস্যান্ডাক্সার নামক দ্বীপের পাশের নদীতে বিকট শব্দে বিধ্বস্ত হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here