খবর৭১ঃ মালয়েশিয়ার দুটি শহর থেকে ২৬৬ বাংলাদেশিসহ ৫২৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারের চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
কুয়ালালামপুরের কুতারায় বাংলা মার্কেট থেকে ২৪৪ বাংলাদেশিসহ সাড়ে তিনশো জনকে আটক করা হয়। পুডু শহর থেকে আটক হন ১৭৫ অবৈধ অভিবাসী। এদের মধ্যে ২২ জন বাংলাদেশি। আছেন বেশ কয়েকজন বাংলাদেশি তরুণীও।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, মালয় নারীদের বিয়ের পর, তাদের নাম ব্যবহার করে কোম্পানি খুলে মানবপাচার ও পতিতাবৃত্তি ব্যবসা পরিচালনার অভিযোগে এ অভিযান।