৩ হাজার পিস ইয়াবাসহ বাকেরগঞ্জে দম্পত্তি আটক

0
448
৩ হাজার পিস ইয়াবাসহ বাকেরগঞ্জে দম্পত্তি আটক
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালায় বাকেরগঞ্জ থানা পুলিশ। আটক দম্পত্তি হল, ওই গ্রামের আইউব গাজী ও তার স্ত্রী নিলুফা বেগম।

আইউব গাজী ওই এলাকার মৃত কাসেম গাজীর ছেলে। এ ঘটনায় দায়ের মামলায় শনিবার তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কৃষ্ণকাঠি গ্রামের আইউবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে উদ্ধার করা হয় ৩ হাজার পিস ইয়াবা। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আইউব ও তার স্ত্রী নিলুফাকে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মাহফুজ আলম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here