এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে তৃতীয় সাকিব

0
848
ক্রিকেট ইতিহাসে “সাকিব” এক ইতিহাস

খবর৭১ঃ

এবারের বিশ্বকাপের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার তিনি নয়টি ম্যাচ খেলে ৬০৬ রান করেছেন। এ তালিকায় প্রথম অবস্থানে আছেন ভারতের রোহিত শর্মা। দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, তৃতীয় সাকিব, চতুর্থ ইংল্যান্ডের জো রুট, পঞ্চম নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

সাকিব অলরাউন্ডার হিসেবে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে দাপটের সঙ্গেই নিজের অবস্থান ধরে রেখেছেন। পাশাপাশি এবারের বিশ্বকাপে অনন্য পারফরমেন্স দেখিয়েছেন তিনি। এই দারুণ পারফরমেন্সের প্রতিফলন দেখা গেছে বিশ্বকাপের র‍্যাংকিংয়েও। তাইতো সাকিব এখন বিশ্বকাপের আসরের তৃতীয় সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন ভারতের রোহিত শর্মা। তিনি মোট ৯টি ম্যাচ খেলে ৬৪৮ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১৪০। ৯ ম্যাচে গড়ে তিনি ৮১ রান করেছেন। এবারের বিশ্বকাপের ৯টি ম্যাচে তিনি ১০০ করেছেন ৫টি ও ৫০ করেছেন ১টি।

এবারের বিশ্বকাপে ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে তৃতীয় সাকিব

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে দ্বিতীয় সেরা অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তিনি মোট ১০টি ম্যাচ খেলে ৬৪৭ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১৬৬। ১০ ম্যাচে গড়ে তিনি ৭১.৮৮ রান করেছেন। এবারের বিশ্বকাপের ১০টি ম্যাচে তিনি ১০০ করেছেন ৩টি ও ৫০ করেছেন ৩টি।

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে তৃতীয় সেরা অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি মোট ৯টি ম্যাচ খেলে ৬০৬ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১২৪*। ৯ ম্যাচে গড়ে তিনি ৮৬.৫৭ রান করেছেন। তিনি এবারের বিশ্বকাপের ৯টি ম্যাচে ১০০ করেছেন ২টি ও ৫০ করেছেন ৫টি।

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে আছেন ইংল্যান্ডের জো রুট। তিনি মোট ১০টি ম্যাচ খেলে ৫৪৯ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১০৭। ১০ ম্যাচে গড়ে তিনি ৬৮.৬২ রান করেছেন। এবারের বিশ্বকাপের ১০টি ম্যাচে তিনি ১০০ করেছেন ২টি ও ৫০ করেছেন ৩টি।

বিশ্বকাপ ২০১৯-এর এখন পর্যন্ত ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে পঞ্চম অবস্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তিনি মোট ৯টি ম্যাচ খেলে ৫৪৮ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১৪৮। ৯ ম্যাচে গড়ে তিনি ৯১.৩৩ রান করেছেন। এবারের বিশ্বকাপের ৯টি ম্যাচে তিনি ১০০ করেছেন ২টি ও ৫০ করেছেন ২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here