খবর৭১ঃ
রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ আজ দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস নামে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্বচ্ছ ও নিরপেক্ষ কনস্টেবল পদে নিয়োগ, মাদক, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ বিভিন্ন বিষয় নিয় আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, এই জেলাকে কিভাবে উন্নয়ন করা যায়, স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ত করেন নবনিযুক্ত পলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, আরো উপস্তিত ছিলেন এম.এম.মাহমুদ হাসান, পিপিএম(বার) সদর সার্কেল ঝালকাঠি, সহকারি পুলিশ সুপার রাজাপুর সার্কেল, সাখাওযাত হোসেন ঝালকাঠি সদর থানার ওসি সোনিত কুমার গাইন এবং ঝালকাঠির বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।