অবশেষে ভেঙে গেল এলআরবি!

0
827
অবশেষে ভেঙে গেল এলআরবি

খবর৭১ঃ

অবশেষে ভেঙে গেল আইয়ুব বাচ্চুর এলআরবি! কয়েক দিন ধরে জল্পনাকল্পনা চলছিল। সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত, এলআরবি ভেঙেই গেছে। আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের চার সঙ্গী দুই ভাগে ভাগ হয়ে গেছেন। দুজন এক দিকে, বাকি দুজন অন্যদিকে। গিটারিস্ট মাসুদ ও ব্যবস্থাপক শামীম আর এলআরবির সঙ্গে আর নেই। অন্যদিকে, এলআরবি নিয়ে এগোতে চান ড্রামার রোমেল ও প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট স্বপন। গতকাল রোববার সন্ধ্যায় সদস্যদের সঙ্গে কথা বললে তাঁরা নিশ্চিত করেন থাকা না–থাকার বিষয়টি।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি নিয়ে চিন্তিত ব্যান্ডটির ভক্তরা। তাঁদের চিন্তা ছিল, এখন কী করে এলআরবি চলবে? অনেক শঙ্কার মাঝে হঠাৎ জানা গেল, বালামকে এলআরবি ব্যান্ডের নতুন ভোকাল। এমন ঘোষণায় চমকে ওঠেন সবাই। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনার মুখে পড়েন বালাম। বালামকে নিয়ে এলআরবি সদস্যরা দলের নাম বদল করতে বাধ্য হন।

অবশেষে ভেঙে গেল এলআরবি

সম্প্রতি এলআরবি সদস্যরাসহ নাম বদলে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ গঠন করেন। এ বিষয়েও অনেক জল ঘোলা হয়। এলআরবি ব্যান্ডে বালামের অন্তর্ভুক্তির পর ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র ঘটনা চলার মধ্যেই পরিবারের পক্ষ থেকে এ বছর ১৭ এপ্রিল ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব জানান, এলআরবি অথবা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’র সদস্যরা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে তাঁদের কোনো বাধা নেই। এরপর এলআরবি সদস্যরা বালামকে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু কিছুদিন ধরে দৃশ্যপট বদলাতে থাকে। ব্যান্ডের সদস্যদের একে অপরের মধ্যে অনাস্থা তৈরি হতে থাকে।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি নিয়ে চিন্তিত ছিলেন ব্যান্ডটির ভক্তরাএলআরবি ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘আমি আর এলআরবির সঙ্গে নেই। যাঁরা আছেন তাঁদের জন্য শুভকামনা।’ কখনো এলআরবি নিয়ে আবার গানের দল করার চিন্তাভাবনা আছে? শামীম বলেন, ‘সে রকম কোনো চিন্তাভাবনা নেই।’

মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এলআরবি আসলে কার? আমি তো বলব, বস (আইয়ুব বাচ্চু) নেই, এলআরবিও নেই।’

অবশেষে ভেঙে গেল এলআরবি

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বালাম আর এলআরবি কিংবা ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ কোনোটির সঙ্গে নেই। তিনি তাঁর মতো করে আবার গানের জগতে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে স্টেজ শোও শুরু করেছেন।

এলআরবি সদস্যরা সম্প্রতি নাম বদলে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ গঠন করেনরোমেল বলেন, ‘আমরা এলআরবি নিয়ে এগিয়ে যেতে চাই। একটা কথাই আবার বলব, প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব বাচ্চু ভাইয়ের পরই আছেন স্বপন ভাই। আমরা একসঙ্গে আছি। যত দিন বেঁচে থাকি, মঞ্চে বাচ্চু ভাইয়ের রুপালি গিটার ও মাইক্রোফোন স্ট্যান্ড সব সময় থাকবে। আমরা ভাবব, তিনি আমাদের সঙ্গেই আছেন।’

এলআরবি ব্যান্ডে বর্তমান লাইনআপ কী? ড্রামার রোমেল বলেন, ‘স্বপন ভাই ছাড়াও অতিথি হিসেবে বেহালায় সুনীল চন্দ্র দাস থাকবেন। এ ছাড়া অতিথি ভোকাল নিয়ে আমরা মঞ্চে গান গাইব। সেভাবেই সবকিছু সাজানো হচ্ছে। বসকে (আইয়ুব বাচ্চু) সঙ্গী করে এলআরবি নিয়ে এগিয়ে যেতে চাই।’

অবশেষে ভেঙে গেল এলআরবি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here