পঞ্চগড়ে বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে আটক

0
849
পঞ্চগড়ে বৃদ্ধা মাকে মারধরের ঘটনায় ছেলে আটক

খবর৭১ঃ

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে শতবর্ষী বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় শহর থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, বৃদ্ধা হাফেজা বেগমের বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলাধীন ফুলপাড়া এলাকায়। তার স্বামী ১১ বছর আগে মারা গেছেন। হাফেজা বেগমের ১০ সন্তান রয়েছে। এর মধ্যে ৫ ছেলে, ৫ মেয়ে রয়েছে। তবে কেউই মায়ের দায়িত্ব নিতে চায় না। গতকাল শনিবার (৬ জুলাই) ফারুক নামে এক ছেলে বৃদ্ধা হাফেজাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অসুস্থ হাফেজাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনার পরে কোনো সন্তানই হাসপাতালে হাফেজার খবর নিতে আসেনি। এ ব্যাপারে বৃদ্ধার ছেলে ফারুক বলেন, ‘আমি আমার মাকে মারধর করিনি। আমাদের ভাইদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব আছে এবং মামলাও চলছে। তারা আমার মাকে ব্যবহার করছে।’  পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন উজ জামান  জানান, শনিবার (৬ জুলাই) রাতে নির্যাতনের শিকার ওই বৃদ্ধা তার ছেলে ফারুক, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। রোববার (৭ জুলাই) দুপুরে অভিযুক্ত ফরুককে আটক করা হয়। এ ঘটনায় অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here