ঘুষের টাকাসহ লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লীবিদ্যুতের দুই প্রকৌশলী গ্রেফতার

0
827

খবর৭১:

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ঘুষের এক লাখ ৪০ হাজার টাকাসহ পল্লী বিদ্যুত সমিতির দুই প্রকৌশলীকে আটক করেছে দুনীতি দমন কমিশন(দুদক)।

বৃহস্পতিবার(২৬ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও একই অফিসের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক(এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ নিয়ে দুদক রংপুর অঞ্চলের উপ পরিচালক মোজাহার আলী সরকার বড়বাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় বিদ্যুতের কাজের জন্য গ্রাহকের কাছে ঘুষ নেয়ার সময় হাতে নাতে ব্যবহৃত পাজেরো গাড়িসহ তাদেরকে আটক করা হয়। এ সময় ঘুষের এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় দুদকের উপ পরিচালক মোজাহার আলী বাদি হয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here