তিউনিসিয়ায় নৌকাডুবি: ৮০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশংকা

0
474

খবর৭১ঃ ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৮০ জনের মৃত্যুর আশংকা করা হচ্ছে। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, নৌকাটিতে আফ্রিকান শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল।বৃহস্পতিবার নৌকাটি জারযিজ শহরের কাছে ডুবে যায়।

উদ্ধার হওয়া চারজনের মধ্যে তিনজন আফ্রিকার দেশ মালির নাগরিক। তারা জানান, লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপ পাড়ি জমাতে নৌকা দিয়ে যাচ্ছিলেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলের পথ ব্যবহার করে।

লিবিয়ার দীর্ঘদিনের সামরিক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে সহিংসতা ও বিভক্তি বৃদ্ধি পেয়েছে। তাই সেদেশের অনেকেই ভাগ্য অন্বেষণে ইউরোপ পাড়ি জমাচ্ছেন।

হাজার হাজার অভিভাসন প্রত্যাশী এখন লিবিয়ার কারাগারে বন্দি রয়েছে। এমন একটি বন্দি শিবিরে বুধবার বিমান হামলায় অন্তত ৫৩ জন মারা গেছেন। মে মাসে অভিভাসন প্রত্যাশীদের একটি বিমান ডুবিতে ৬৫ জন মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here