শৈলকুপায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

0
406
শৈলকুপায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

খবর৭১ঃ

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” শ্লোগানে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় পাট চাষী প্রশিক্ষণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি, কৃষি সম্প্রসারণ অধিপদপ্তরের ঝিনাইদহের উপ পরিচালক জিএম আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু, জেলা পাট কর্মকর্তা কেএমএ বাকী, মূখ্য পরিদর্শক আকতার হোসেন প্রমুখ। উপজেলার দেড় শতাধিক পাট চাষীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। চাষীরা যাতে নিজেরা পাট বীজ তৈরী করে সে লক্ষ্যে চাষীদের উদ্বুদ্ধ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here