খবর৭১ঃ সকল প্রত্যাশার সমাপ্তি। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল।
বিশ্বকাপে এবারের আসরে এজবাস্টনে মঙ্গলবার মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত।
ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে বাংলাদেশকে করতে হতো ৩১৫ রান। কিন্তু পারলো না টাইগাররা। নিয়মিত বিরতিতে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ৫০ ওভারে ২৮৬ রান করে। যার ফলে ২৮ রানে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ফল: ২৮ রানে জয়ী ভারত।
ভারত ইনিংস: ৩১৪/৯ (৫০ ওভার)
(লোকেশ রাহুল ৭৭, রোহিত শর্মা ১০৪, বিরাট কোহলি ২৬, রিশাব পান্ত ৪৮, হার্দিক পান্ডিয়া ০, মহেন্দ্র সিং ধোনি ৩৫, দিনেশ কার্তিক ৮, ভুবনেশ্বর কুমার ২, মোহাম্মদ শামি ১, জ্যাসপ্রীত বুমরাহ ০*; মাশরাফি বিন মর্তুজা ০/৩৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৫৯, মোস্তাফিজুর রহমান ৫/৫৯, সাকিব আল হাসান ১/৪১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/৩২, রুবেল হোসেন ১/৪৮, সৌম্য সরকার ১/৩৩)।
বাংলাদেশ ইনিংস: ২৮৬ (৪৮ ওভার)
(তামিম ইকবাল ২২, সৌম্য সরকার ৩৩, সাকিব আল হাসান ৬৬, মুশফিকুর রহিম ২৪, লিটন দাস ২২, মোসাদ্দেক হোসেন সৈকত ৩, সাব্বির রহমান ৩৬, মোহাম্মদ সাইফউদ্দিন ৫১*, মাশরাফি বিন মর্তুজা ৮, রুবেল হোসেন ৯, মোস্তাফিজুর রহমান ০; ভুবনেশ্বর কুমার ১/৫১, জ্যাসপ্রীত বুমরাহ ৪/৫৫, মোহাম্মদ শামি ১/৬৮, যুজবেন্দ্র চাহাল ১/৫০, হার্দিক পান্ডিয়া ৩/৬০)।
ম্যাচ সেরা: রোহিত শর্মা (ভারত)।